বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ, ২০১৩ ১:২২ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৯ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : বড়লেখার বর্ণি গ্রামে প্রবাসীর বাড়িতে গতকাল সোমবার ভোররাতে মুখোশধারী ডাকাতরা হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ লুট করে নিয়েছে প্রায় ৭ লাখ টাকার মালামাল। ডাকাতকবলিত বাড়ির লোকজন ও থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের লন্ডনী বাড়ি হিসেবে পরিচিত ব্যবসায়ী তোতা মিয়ার বাড়িতে সোমবার ভোররাত আড়াইটায় মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সবাইকে জিম্মী করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১ লাখ টাকা, ২টি মোবাইল ফোনসেটসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়।