বিভিন্ন স্থানে র্যাবের অভিযান : মাদক উদ্ধার : আটক ১

স্টাফ রিপোর্টার : বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব ৯ হেরোইন, মদক উদ্ধার করে। র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৬ মার্চ র্যাব -৯ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার দনি সুরমা থানাধীন “বঙ্গবীর রোড়স্থ” এলাকায় অভিযান পরিচালনা করে মাছুমা কাঠ হাউজ এর সামনে থেকে ২৮ পুরিয়ার ৩.৫ গ্রাম ওজনের হেরোইনসহ একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি মোঃ সাগর হবিগঞ্জের মাধবপুর থানাধীন বাঘাসোরা গ্রামের আব্দুর রশিদ’র পুত্র।
এছাড়াও সিলেট রেলওয়ে থানাধীন “কদমতলী এলাকায়” ঢাকা সিলেট মহাসড়ক ফাইওভারের নিচে ১৭ গ্রাম ওজনের ১৭০ পুরিয়া হেরোইন ও ৯ গ্রাম ওজনের ৪৬ পুরিয়া গাঁজা, ভৈরব রেলওয়ে থানাধীন ভৈরব রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ১৮১ বোতল অফিসার্স চয়েস, ১১৪ বোতল ম্যাক ডোয়েলস, ১১১ বোতল ক্যাসল ফ্রাইট (বিদেশী মদ) উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃত সাগরকে সিলেট জেলার দনি সুরমা ও কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।