বড়লেখায় আওয়ামীলীগের গণমিছিল

বড়লেখা প্রতিনিধি: দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মহান স্বাধীনতা দিবসে মঙ্গলবার দুপুরে বড়লেখায় আওয়ামীলীগের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বেগম জিয়া হিংস্র হয়ে উঠেছেন। বেগম জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, রাজাকারদের সঙ্গ ছাড়–ন না হয় আপনারও বিচার করা হবে। বিচার যতই বাধাগ্রস্ত করার চেষ্টা করা হউক না কেন এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই শেষ হবে এটা আওয়ামীলীগের নির্বাচনী অঙ্গীকার। জনসভাস্থলে প্রতিকী ফাঁসির মঞ্চে রাজাকারের প্রতিকী ফাঁসি দেওয়া হয়। জনসভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমা-ার সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে প্রমুখ।
গণমিছিলে উপজেলা সদর ইউনিয়ন, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দণি শাহবাজপুর, সুজানগর, তালিমপুর, বর্ণি, দাসেরবাজার, দণিভাগ এবং কাঁঠালীতলী ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেন।