বড়লেখায় কালাচাঁদ বাড়ি থেকে মূর্তি চুরি
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পৌর শহরের ৪নং ওয়ার্ডের তেলিগুল এলাকায় অবস্থিত কালাচাঁদ বাড়ি থেকে গত রোববার ভোররাতে দুর্বৃত্তরা ২টি স্বরস্বতির মূর্তি চুরি করে নিয়ে যায়। একই সময় পার্শ্ববর্তী আরেকটি কালাচাঁদ বাড়িতে গরুর হাড় ফেলে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, পৌর শহরের তেলিগুল গ্রামের কালাচাঁদ বাড়ি থেকে রোববার ভোররাতে দুর্বৃত্তরা ২টি স্বরস্বতির মূর্তি চুরি করে। একই সময় পার্শ্ববর্তী আরেকটি কালাচাঁদ বাড়িতে মৃত গরুর হাড় ফেলে রেখেছে দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই দীলিপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।