২০ শতাংশ মুসলমানও আজ আওয়ামীলীগের সাথে নেই…সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী

বড়লেখা প্রতিনিধি: সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী বলেছেন, ১৯৭১ সালে এ দেশের ৯৯ ভাগ মুসলমান আওয়ামীলীগকে ভোট দিয়েছিল। ইসলাম, মুসলমান, গণতন্ত্র এমনকি হিন্দুরাও আজ আওয়ামীলীগের কাছে নিরাপদ নয়। হিন্দুদের আজীবন নিজেদের তাবেদার বানিয়ে রাখতে তাদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে বিএনপি এবং জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাচ্ছে। এ দেশের সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করে মতায় গিয়ে আওয়ামীলীগ আজ পাখির মতো মানুষ হত্যা করছে। আর বিএনপি ও জামায়াত-শিবিরের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। আওয়ামীলীগের ইসলাম ও গণতন্ত্র বিরোধী কর্মকা-ের কারণে বিশ ভাগ মুসলমানও আজ আওয়ামীলীগের সাথে নেই। তিনি গত সোমবার বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় সরকারদলীয় নেতাদের এবং পুলিশের রুজু করা মিথ্যা মামলার শিকার পরিবারগুলোর খোঁজ-খবর নিতে গিয়ে সংপ্তি সভায় উপরোক্ত কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলাদলের নেত্রী রাহেনা বেগম হাছনা, বিএনপি নেতা আব্দুল মুকিত লুলু, হাজী নিজাম উদ্দিন, মুজিবুর রহমান খছরু, মোক্তাদির হোসেন মিছবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।