হাকালুকি হাওরে জনপ্রতিনিধির সাথে মতবিনিময় ও বনভোজন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসন ১০ টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচিবদের নিয়ে ৪ ব্যাচের প্রশিড়্গণ শেষে হাকালুকি হাওরে এলজিএসপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা ও বনভোজনের আয়োজন করে। গতকাল সকাল থেকে বিকেল পর্যনত্ম চলে বিভিন্ন কার্যক্রম। অনুষ্ঠানের শুরম্নতে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই, বড়লেখা সদর ইউনিয়নের সোয়েব আহমদ, নিজবাহাদুরপুর ইউনিয়নের আলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়নের আকবর আলী প্রমুখ। এ সময় হাওরপারে বসবাসকারীরা গান পরিবেশন করেন। পরে হাকালুকি হাওরের নবনির্মিত রাসত্মা ও ওয়াচ টাওয়ারের কার্যক্রম পরিদর্শন করেন সকলেই। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে অতিথিবৃন্দ কইয়ারকোণা বিল সংলগ্ন পাখিবাড়িতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার পরিযায়ী পাখির কলকাকলি উপভোগ করেন। হাওরপারের মানুষ উপভোগ করেন এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।