শনিবার ব্যাংকের বৈদেশিক লেনদেন শাখা খোলা নির্দেশ

ডেস্ক রিপোর্ট: অর্থনীতির গতি সচল রাখা এবং গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন করার লক্ষ্যে দেশের তফসিলী ব্যাংকগুলোর সব অনুমোদিত ডিলার (এডি) শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব শাখায় স্বাভাবিক ব্যাংকিং সময়সূচি অনুযায়ী সব প্রকার লেনদেন করার জন্য সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার খোলা রাখতে হবে।
একই সঙ্গে এও উল্লেখ করা হয়েছে, আগে থেকেই দেশের বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের সুবিধার জন্য বিমান, সমুদ্র/নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা প্রতি শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশনা দেয়া আছে। এছাড়া, দেশের অন্যান্য স্থানে অবস্থিত আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট অথরাইজড ডিলার (এডি) শাখাগুলোর মধ্যে যেসব শাখা খোলা রাখা প্রয়োজন সেসব শাখা ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় শনিবার খোলা রাখতে পারে মর্মে দেয়া নির্দেশনাও বহাল থাকছে।