শনিবার সব ব্যাংকের এডি শাখা খোলা
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ, ২০১৩ ৯:৪৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৭৬ বার পঠিত
ডেস্ক রিপোর্ট : বৈদেশিক লেনদেন কাজে সংশ্লিষ্ট দেশের সব ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক পত্রে এ নির্দেশ দেয়া হয়েছে। পত্রে বলা হয়, অর্থনীতির গতি সচল রাখা ও গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপযুক্ত ব্যবস্থার অতিরিক্ত হিসেবে দেশের সব তফসিলি ব্যাংকের সব অথরাইজড ডিলার শাখাকে স্বাভাবিক ব্যাংকিং সময়সূচি অনুযায়ী সব ধরনের লেনদেন করার জন্য প্রতি শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে