স্বাধীনতা দিবসে ভারেজ আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্টিত

নাজমুল হুসেন,মিলান থেেক: ২৬ শে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলানের ভারেজ আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে.মঙ্গলবার সন্ধা ৬ টায় স্তানীয় হলরুমে ভারেজ আওয়ামীলীগের সভাপতি এনায়েত হুসেন রিপন মুল্লার সভাপতিত্বে,সাধারণ সম্পাদক ফিরুজ গাজী ও লিপি আক্তারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তৈব্য রাখেন ভারেজ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুর মো মালেখ, সভার শুরুতে সকল বীর মুক্তিযুদ্ধাদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। র্দীঘ নয় মাস মুক্তিযুদ্ধ করে ৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই প্রতি বছর এই দিনে শহীদদের কৃতজ্ঞচিত্তে স্বরণ করে পুরো জাতি।অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তান বাহিনী। পৃথিবীতে মানচিত্রে নতুন একটি দেশের অভ্যূদয় ঘটে যার নাম বাংলাদেশ। ২৭ শে মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলন ও ১৯৭১ সালের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামে বারবার দেশের মাটি রক্তে ভিজিয়ে পবিত্র করেছেন বাংলা মায়ের দামাল ছেলেরা। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ জাতিকে এ মুক্তির সংগ্রামে অংশ নিতে নির্দেশ দিয়ে তিনি যার যা কিছু আছে তা-ই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তেব্ব্য রাখেন মিলান যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম জামান ভারেজ আওয়ামিলিগের প্রবীণ নেতা মান্নান মালিতা, নাসির খান,হাজী ইসমাইল,হাবিব মাতব্বর,আব্দুল মান্নান, মুক্তিযুদ্ধা কিনু মল্লিক,ভারেজ আওয়ামিলিগের সহ সভাপতি সুলতান শিকদার,সাংঘটনিক সম্পাদক টিপু ফরাজি,হাদি খান,আলি আহসান,নজরুল ইসলাম,ইব্রাহিম ফরাজি,নুরুল লতিফ রানা,কালাম হাওলাদার,মওলা টিপু,ইকতিয়ার মাতব্বর, সিরাজুল ইসলাম প্রমুখ।