আজ হরতাল মাঠে সতর্ক থাকবে বিজিবি
প্রকাশিত হয়েছে : ১ এপ্রিল, ২০১৩ ৯:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৯২ বার পঠিত

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহরের রাস্তায় টহল দিচ্ছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত ৮টায় পিলখানা দরবার হল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৬ প্লাটুন অর্থাৎ ৩২০ জনের একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বলে বিজিবি সূত্র জানায়।
বিজিবি সদস্যরা সংসদ ভবন, সচিবালয়, কূটনীতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্পটে তাদের অবস্থান দেখা গেছে। এছাড়া সিলেট নগরীর জিন্দাবাজার, আম্বরখানা ও বন্দরসহ বিভিন্ন স্থানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।