ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ-মৌলভীবাজারে হরতাল সর্মথনে বিএনপির বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার সংবাদদাতা : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অফিসে সন্ত্রাসী কতৃক গুলির প্রতিবাদে ও হরতালের সর্মথনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল বিএনপির নেতা কর্মীরা। গতকাল ১ এপ্রিল সোমবার দুপুর ১টায় শহরের চৌমোহনা থেকে পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদনি করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে ঘন্টাব্যাপি ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, মিজানুর রহমান মিজান, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস, যুবদল নেতা মুহিতুর রহমান হেলাল, শেরওয়ান আহমদ, জিল্লুল আহমদ, ছাত্রদল নেতা গাজী মারুফ, তপধীর রায় বুরন, সোহেল আহমদ, যুবদল নেতা জুনেদ আহমদ, তোয়েল আহমদ ও স্বেচ্ছা সেবক দলের রেজাউল করিম প্রমূখ। এছাড়াও যুবদল, ছাত্রদলের শতাধীক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।