বিরোধী দল ঘন ঘন হরতাল করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ——– চীফ হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ বলেছেন জাতির উন্নয়ন, অগ্রগতিতে যুবলীগের নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। বাংলাদেশ গড়ার মূলমন্ত্রে উজ্জীবত হয়ে এসব তরুণদের আরো উদ্যোগী হতে হবে। বিরোধী দল ঘন ঘন হরতাল করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে সংসদীয় গণতন্ত্র চালু আছে। দাবী আদায়ের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সংসদের বাইরে রাজপথ আন্দোলন করছে। গাড়ী ভাংচুর, অগ্নি সংযোগের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি সাধন করে দাবী আদায় করা যায় না। বিরোধী দলের কার্যকলাপে সাধারণ এখন ভীত সন্ত্রাস। দেশের এ সংকটময় মূহূর্তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে তিনি সকল পর্যায়ের নেতাকর্মীকের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি গত ২৯ মার্চ শুক্রবার সুনামগঞ্জ সফর কালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবলীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। এছাড়াও সুনামগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।