ইয়াঙ্গুনে মাদ্রাসায় আগুনে পুড়ে নিহত-১৩

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি মাদ্রাসায় আগুন লেগে ১৩ শিশু নিহত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ খেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতের কোনো এক সময় পূর্ব ইয়াঙ্গুনের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশের মুখপাত্র থেট লউয়িনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মাদ্রাসাটি একটি মসজিদের অংশ। দোতলা এই ভবনটিতে প্রায় ৭৫ জন এতিমশিশু থাকতনিহতদের মধ্যে মোট কতজন শিশু রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে অধিকাংশ শিশুই রক্ষা পেয়েছে বলে জানিয়েছে তারা। পুলিশ এসে বাইরে থেকে দরজা ভেঙে ফেললে বেশিরভাগ শিশু দৌড়ে রক্ষা পায় বলে জানান লউয়িন। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ভবনটি পুড়ে গেলেও ভেঙে পড়েনি বলে জানিয়েছে উদ্ধারকারীরা। মিয়ানমারে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা চলাকালে এ আগুনের ঘটনা ঘটলো। তবে এই ঘটনা কোনো নাশকতা নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দাপ্তরিক ফেইসবুক পেইজে মিয়ানমার পুলিশ জানিয়েছে, নিহতরা আগুনে পুড়ে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে। এতে বলা হয়, “উচ্চ বিদ্যুৎ প্রবাহই আগুনের কারণ বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।” ২০ মার্চ থেকে শুরু হওয়া বৌদ্ধ-মুসলিম সাম্প্রদায়িক সহিংসতায় মিয়ানমার জুড়ে এ পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছে।।