সিলেটে শান্তিপূর্ণ হরতাল পালিত

বিএনপির নেতৃত্বাধীন১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হযেছে। কয়েকটি স্থানে জামায়াত-শিবির পিকেটিংয়ের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা বেশিক্ষণ রাস্তায় দাঁড়াতে পারেননি।
এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল-সমাবেশ করেছে।
সকাল পৌনে সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়র জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যে বিজির উপিস্থিতি টের পেয়ে পালিয় যায় জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এছাড়া সকাল ৮টার দিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিমের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জিন্দাবাজার থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম ফারুক প্রমুখ।
এদিকে সকাল থেকে নগরীর করিম উল্লাহ মার্কেটের সামনে অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসেইন, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-খুলনা-সিরাজগঞ্জে সম্প্রতি পুলিশের সঙ্গে সংঘর্ষে সাত জন নিহতের প্রতিবাদ, সারাদেশে `গণহত্যা`, এবং নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে