মৌলভীবাজারে ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার সঙবাদদাতা : মৌলভীবাজার ট্রাক চাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রাকচালককে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামে বালুবাহী একটি ট্রাকের চাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হচ্ছে-দক্ষিণ জগন্নাথপুর গ্রামের সমছু মিয়ার ছেলে সুমন মিয়া (১২) ও একই গ্রামের আয়াত মিয়ার ছেলে আহাদ মিয়া (১৩)। বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক চালক আব্দুল আলী জাহাঙ্গীরকে গুপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে সুমন ও আহাদ রাস্তার পাশে একটি দোকান থেকে বের হচ্ছিল। এসময় একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।