মিলানে জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত

নাজমুল হুসেন (ইতালি থেকে):ইতালির মিলানে বাংলাদেশ কালচারাল এন্ড স্পোর্টস বোর্ড মিলানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জমজমাট সিঙ্গেল ও ডাবল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ রবিবার মিলানের লরেত্ত জিমনিশিয়ামে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনুষ্টিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে সিঙ্গেলে ১০টি ও ডাবলসে ১২টি দল অংশ গ্রহণ করে।
সিঙ্গেল খেলায় মোস্তাক হুসেন বাবলু আলমগীর হুসেন কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছেন.অপরদিকে ডাবল খেলায় বাবলু পিটু জুটি দিপু নাজমুল জুটি কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন সংঘটনের প্রধান উপদেষ্টা দেলোয়ার হুসেন দিপু ও লিয়াকত মির্জা.এছাড়া উপস্তিত ছিলেন সংঘটনের সাংঘটনিক সম্পাদক শাকিল খান,যুগ্ম সম্পাদক জমিরুল আবেদিন পিটু,ক্রীড়া সম্পাদক রাহাত মাহমুদ,সাংস্কৃতিক সম্পাদক ডালিম মাহমুদ, মোস্তাক হুসেন বাবলু, জাহিদুল আবেদিন লিটু, মো শওকত,জাহিদ হুসেন,রুজেন আহমেদ,মামুন আহমেদ,নাজমুল হুসেন প্রমুখ।
আয়োজকরা জানান অল্প সময়ের মাঝে তাদের এই টুর্নামেন্টের প্রস্তুতি তাই অংশগ্রহণ কারী দল বা খেলোয়ারদের উপস্তিতি ছিল কম.তবে আগামী টুর্নামেন্ট আরো ব্যাপক পরিসরে ইতালির সকল বাংলাদেশী ও ইতালিয়ান খেলোয়ারদের অংশগ্রহণে জাকজমকপূর্ণ একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।