বড়লেখায় পিকেটিংকালে শিবির কর্মী আটক
বড়লেখা প্রতিনিধি : দেশব্যাপী আহুত ১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যার হরতাল বড়লেখায়ও বিড়্গিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে পালিত হয়েছে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পিকেটিংকালে ১ শিবির কর্মীকে আটক করেছে থানা পুলিশ। সকাল থেকেই শহরে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। শহরের বাইরের বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্ক থাকতে দেখা গেছে। উপজেলার অন্তত ৮টি পয়েন্টে জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে পিকেটিং করে। দুপুরের পর থেকে শহরে ছোট ছোট যান চলাচল করে। দূরপালস্নার বাস বড়লেখা ছেড়ে যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক, বীমা যথারীতি খোলা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথারীতি ক্লাস হয়েছে। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা এলাকায় পিকেটিংকালে শিবির কর্মী হোসাইন আহমদ (২২ কে আটক করে পুলিশ। সে পূর্ব ঘোলসা গ্রামের সোনাহর আলীর ছেলে। এদিকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বড়লেখা পৌর শহরে গত সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন শিবিরের শহর সভাপতি জুবায়ের আহমদ।