জনগণ আ’লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না ……সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী
বড়লেখা প্রতিনিধি: সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব এবাদুর রহমান চৌধুরী বলেছেন, দেশের সর্বস্তরের মানুষ খুনি আওয়ামীলীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ সরকারকে খুব দ্রুতই জনগণ ক্ষমতাচ্যূত করবে। তিনি গত রোববার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান নসিব আলীকে ইউনিয়ন বিএনপির দেয়া সংবর্ধনা এবং আওয়ামীলীগ ও জাতীয় পার্টি থেকে নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সুনু মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সম্পাদক মুজিবুর রহমান খয়রু, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বিএনপি নেতা তুতিউর রহমান তোতাব আলী, মোক্তাদির হোসেন মিছবাহ, ইউপি সদ্য মকবুল হোসেন সেবুল, স্পেন প্রবাসী যুবদল নেতা আব্দুর রব, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল বাছিত, নাদের আহমদ, ছাত্রনেতা জুয়েল আহমদ, মেহেদি তোফায়েল পারভেজ প্রমুখ।