৬ এপ্রিলের লংমার্চ হবে বাংলাদেশের ইতিহাসে এক নজীরবিহীন গণ অভ্যুত্থান ……………….হেফাজতে ইসলাম সিলেট
হেফাজতে ইসলাম সিলেটের নেতৃবৃন্দ বলেছেন- “সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা ও বিভ্রান্তি ডিঙ্গিয়ে ৬ এপ্রিল ঢাকামূখী লংমার্চ সফল করা হবে। আলেম-ওলামাদের ভয় দেখিয়ে লাভ নেই। নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে এদেশের আলেম-ওলামা ও তৌহিদী জনতার যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা দমানোর ব্যর্থ চেষ্টা করলে সরকার ভূল করবে। ৬ এপ্রিলের লংমার্চ হবে বাংলাদেশের ইতিহাসে এক নজীরবিহীন গণ অভ্যুত্থান। মুসলমানরা নিজেদের জান-মাল কোরবান করে দিতে জানে, তবু ইসলামের বিন্দুমাত্র অবমাননা মেনে নিতে পারেনা”।
আল্লাহ, রাসুল (সা.) এবং ইসলামের বিরুদ্ধে কঠাক্ষকারী নাস্তিক মুরতাদ ব্লগারদের সর্বোচ্চ শাস্তি, সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূণঃস্থাপন এবং সকল ধর্মের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করা সহ ১৩ দফা দাবিতে দেশের শীর্ষ আলেমেদ্বীন আল্লামা শাহ আহমদ শফী’র আহবানে আগামী ৬ এপ্রিল সারা দেশ থেকে ঢাকা- অভিমুখে লংমার্চ কর্মসূচী সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম সিলেটের এক প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
হেফাজতে ইসলাম সিলেটের সভাপতি মাওলানা মুফতি মুহিবুল হক গাছবাড়ীর সভাপতিত্বে আজ বাদ মাগরীব সোবহানী ঘাটস্থ এদারা ভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সিলেটের সহ সভাপতি আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সেক্রেটারী মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক শায়খ শাওলানা জিয়াউদ্দিন, কৌড়িয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুহসিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম জালালী, রাজনীতিবীদ মাওলানা খলিলুর রহমান, জনাব আব্দুল হান্নান তাপাদার, ধনুকান্দি মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নেজামুদ্দীন, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা খায়রুল হোসেন, ভার্থখলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, জামেয়া জিননুরাইন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা গাজী রহমতুল্লাহ, পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আহমদ ছগীর, মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা তুফায়েল আহমদ উসমানী, মাওলানা সদরুল আমীন, মাওলানা কবির আহমদ, মাওলানা সদরুল আমীন, মাওলানা কবির আহমদ, মাওলানা সাইফুর রহমান, মুজিবুর রহমান নানু মিয়া প্রমুখ।
সভায় সিলেট মহানগর ও জেলার প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহে হেফাজতে ইসলাম সিলেটের শীর্ষনেতৃবৃন্দের সমন্বয়ে ঝটিকা সফর করার জন্য ৬টি টিম গঠন করা হয়। ঝটিকা সফর করে ব্যাপক গণসংযোগ, প্রচারপত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঝটিকা সফর কর্মসূচীতে নেতৃত্ব দিবেন হেফাজতে ইসলাম সিলেটের সভাপতি মাওলানা মুফতি মুহিবুল হক গাছবাড়ী, সহ সভাপতি আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সেক্রেটারী মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী, সহ সভাপতি ও ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, সহ সভাপতি ও রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও আঙ্গুরা মাদ্রাসার মুহতামিম শায়খ শাওলানা জিয়াউদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম জালালী।
সভায় মুসলমানদের ঈমানী দাবী পূরনের এই শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচীতে কোন প্রকার বাধা সৃষ্টি না করে নবী প্রেমের দৃষ্টান্ত স্থাপনে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা বিধানে এগিয়ে আসার জন্য সিলেটের পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। -বিজ্ঞপ্তি