আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ ৪ জনের বিরোদ্ধে সিলেটে মামালা

স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানহ সিলেটের চীয় জুডিশিয়াল আদালতে ফোজদারী দণ্ডবিধির ধারা
৫০১/৫০২ -এ মামলা করেছেন সিলেট মহানগর যুবলীগের প্রচার সম্পাদক হুমায়ুন রশীদ লাবলু। মামলায় আমার দেশ পত্রিকার প্রকাশক
হাসমত আলী, প্রতিবেদক কাদের গণি চৌধুরী ও প্রতিবেদন অভিযোগকারী জামিল চৌধুরী নামের সিলেট নগরীর আখালিয়া এলাকার এক
বাসিন্দাকেও আসামি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেটের চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে
এ মামালা দায়ের করা হয়। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের বিরুদ্ধে ঘুষ দাবির ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশের অভিযোগে এ মামালা
দায়ের করেন তিনি।
আদালতে মামলা উপস্থাপন করে বাদী পক্ষ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানালে আদালত বিষয়টি তদন্ত সাপেক্ষে
ব্যবস্থা নিতে কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দেন। মামলার সাক্ষী করা হয়েছে শিবলী আহমদ বেগ, রঞ্জন রায় ও মোশাররফ মিয়া নামের
তিন ব্যক্তিকে। মামলার বিবরণে বলা হয়, গত ৩১ মার্চ আমারদেশ পত্রিকায় এতিম স্কুলের বরাদ্দ থেকে ঘুষ দাবি সুরঞ্জিতের’ শীর্ষক মিথ্যা
ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সংক্ষুব্ধ হয়েছেন।
বাদী পক্ষের হয়ে মামলা দায়ের করেন সিলেট বারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বাবুল। শুনানী অংশ নেন অ্যাডভোকেট শামসুল
ইসলাম।