খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র চলছে!
ডেস্ক রিপোর্ট : মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করে ফখরুদ্দিন-মইনউদ্দিনরা এ দেশে টিকতে পারেনি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জামালপুর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দিচ্ছে সরকার। এতে খালেদা জিয়া বিচলিত নয়।
একদফা আন্দোলনের কথা শুনে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। এই আন্দোলন দমাতে পুলিশ বাহিনী দিয়ে দেশে গণহত্যা চালানো হচ্ছে।
জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম লাজুর সভপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির শিক্ষাবিয়ষক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিরিন সুলতানা প্রমুখ।