কাইসং শিল্প এলাকায় প্রবেশ স্থগিত করেছে উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট : দুই কোরিয়ার যৌথ উদ্যেগে স্থাপিত শিল্প এলাকা কাইসং এ দক্ষিণ কোরিয়ার কর্মীদের প্রবেশের অনুমতি দিচ্ছে না উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে বিদ্যমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে নতুন এ পদক্ষেপ গ্রহণ করলো উত্তর কোরিয়া।বুধবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় ও রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এ কথা জানিয়েছেন। কাইসং শিল্প এলাকায় দক্ষিণ কোরীয়দের প্রবেশ স্থগিতের আগে দক্ষিণের কর্মীদের অপেক্ষায় রেখে সময়ক্ষেপণ করছিল উত্তর কোরীয় কর্তৃপক্ষ, পরবর্তীতে প্রবেশ স্থগিত করে।
দক্ষিণ কোরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, কাইসং এলাকায় রয়ে যাওয়া কয়েকশ দক্ষিণ কোরীয় কর্মীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হতে পারে।
এই শিল্প এলাকাটির উৎপাদন প্রতি বছর উত্তর কোরিয়াকে ২শ’ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করতে সহায়তা করে।
গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর পর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে। এতে ক্ষুব্ধ উত্তর কোরিয়া একের পর এক হুমকি ও সামরিক তৎপরতা শুরু করায় কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উপদ্বীপটির উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে। গত শনিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে “যুদ্ধাবস্থায়” প্রবেশ করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার হুমকি দিয়ে তারা রকেট তাক করেছে, পরমাণু কর্মসূচি আরো জোরদারের পদক্ষেপ নিয়েছে এবং সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা আবার চালুর ঘোষণা দিয়েছে। ।