কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোয়াজ্জেম সাজু: কুলাউড়ায় ট্রেনের নীচে কাটা পড়ে খালেদা বেগম (১৮) নামক এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ এপ্রিল বুধবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাবার সময় সে ট্রেনের নীচে কাটা পড়ে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ বড়ুয়া, লংলা আধুনিক কলেজের অধ্যক্ষ মুহিবুর রহমান বুলবুল জানান, বুধবার বাংলা ২য় পত্র পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় লংলা আধুনিক ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্রী খালেদা বেগম। বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে গ্রামের পার্শ্ববর্তী কাপুয়া রেল ব্রীজের পাশে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নীচে কাটা পড়ে। তবে এটি দূর্ঘটনা না আত্মহত্যা এব্যাপারে কেউ নিশ্চিত করে বলতে পারেননি। স্থানীয় লোকজন বিষয়টি কুলাউড়া রেলওয়ে থানায় এবং লংলা কলেজ কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে নিরাপত্তা পুলিশ খালেদার লাশ উদ্ধার করে। খবর জানার পর লংলা আধুনিক ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ বড়ুয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত খালেদা বেগম রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ নর্তণ গ্রামের মৃত কারী আব্দুল মান্নানের কন্যা বলে জানা যায়।