খেলাফাত মজলিস লন্ডন মাহানগরীর সীরাত সেমিনার ৮ই এপ্রিল আলহুদা সেন্টারে গত ২৮শে মার্চ ইষ্ট লন্ডনাস্থ আল হুদা ইসলামিক সেনটারে, খেলাফত মজলিস লন্ডন মহানগরীর উদ্যোগে অনুষ্টিত হয় এক জরুরী নির্বাহী সভা। মহানগর সভাপতি মাওলানা তায়ীদুল ইসলামে সভাপতিত্বে অনুষ্টিত সভা পরিচালনা করেন, শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতী আব্দুর রাজ্জাক। অনুষ্টিত সভার শুরুতে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।
উক্ত সভায়, হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ঈমান এবং দেশ হেফাজতের উদ্দ্যেশে ৬ই এপ্রিল ঢাকা অভিমুখী যে লংমার্চের ডাক দেওয়া হয়েছে তাঁর সাথে একাত্ততা প্রকাশ করে তাহা সফলের আহবান জানান। বাংলাদেশের সরকার কে শতর্ক করে বলেন, যদি হেফাজতে ইসলামের লংমার্চে কোন ধরণের বাধা দেওয়া হয় বা যে কোন ধরনের চক্রান্ত করা হয় তার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। খেলাফত মজলিস লন্ডন মহানগরীর উদ্যোগে জরুরী নির্বাহী সভায় আগামী ৮ই এপ্রিল রোজ সোমবার বিকাল ৭ঘটিকায় আলহুদা সেন্টারে, মদিনায় ইসলামী রাষ্ট্র ও ধর্মনিরপেক্ষ শীর্ষক সেমিনার নির্ধারিত করন মতবিনিময় সভায়, উপরুক্ত কথা বলেন সভার সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মহানগরীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল মালিক, প্রচার সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, প্রশিক্ষন সম্পাদক মাওলানা জাবির আহমাদ ও নির্বাহী সদস্য হাফিজ মাওলানা খলিলুর রাহমান প্রমুখ।
সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া আল্লাহর যমীনে আল্লাহর দ্বীন কায়েম হতে পারে না এবং সংগঠিত উদ্যোগ ছাড়া ইসলামের শ্রেষ্টত্ব ও সৌন্দর্য বিকাশ সাধন সম্ভবপর নয়, তাই প্রয়োজন সত্যের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া।
পরিশেষ বিশ্ব শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।