হেফাজত থেকে মওদুদীবাদীদের বিতাড়িত করুন : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ধর্ম নিয়ে যে যতই রাজনীতি করুক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে না। যুদ্ধাপরাধীদের বিচারে সরকার অটল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
হেফাজতে ইসলাম থেকে মওদুদীবাদীদের বিতাড়িত করার আহ্বান জানিয়ে ইনু বলেন, হেফাজতে ইসলামের নামে যেসব কর্মসূচি দেয়া হচ্ছে তাতে চিহ্নিত মওদুদুবাদীরা অংশ নিচ্ছে। হেফাজতে ইসলামের ব্যানারে তারা কর্মসূচিতে যোগ দিচ্ছে।
হেফাজতে ইসলামকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, আপনারা যদি সত্যিই ঈমানদার হোন এবং ইসলামের প্রতি আনুগত্য থাকেন তবে দল থেকে আপনাদের কর্মসূচি থেকে মওদুদীবাদীদের বিতাড়িত করুন।
ইনু বলেন, হরতার ও লংমার্চ ডাকার অধিকার সবারই রয়েছে। আমরাও হরতালবিরোধী নই। তবে হরতালে সহিংসতাবিরোধী। হরতালে যদি শান্তি বিনষ্ট হয় তবে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।