জয়ে শুরু চ্যাম্পিয়ন কলকাতার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র নতুন মৌসুম জয়ে শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। বুধবার উদ্বোধনী ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ছয় উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
দিল্লি ডেয়ারডেভিলস: ১২৮/১০ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ১২৯/৪ (১৮.৪ ওভার)
ফল: কলকাতা নাইট রাইডার্স ছয় উইকেটে জয়ী
কলকাতা ইডেন গার্ডেনে আগে ব্যাটিংয়ে নেমে ডেয়ারডেভিলস ২০ ওভারে অলআউট হয় ১২৮ রানে। ডেভিড ওয়ারনার ২১ ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ৬৬ রান করেন।
নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি দুটি, সুনিল নারিন চারটি এবং রজত ভাটিয়া দুটি উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে গিয়ে গৌতম গম্ভীর ৪২, জ্যাক ক্যালিস ২৩, মনজ তিওয়ারি ২৩ এবং ইয়ন মর্গান হার না মানা ১৪ ও ইউসুফ পাঠান অপরাজিত ১৮ রান করলে আট বল হাতে রেখে জয় নিশ্চিত করে নাইট রাইডার্স।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নাইট রাইডার্সের স্পিনার সুনিল নারিন।