আর্জেন্টিনায় বন্যায় ৪৬ জনের প্রাণহানি

আর্জেন্টিনার বুয়েন্স আইরিশ প্রদেশের রাজধানী ল্য প্লাতায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্ততপক্ষে ৪৬ জনের প্রাণহানি হয়েছে। শহরটি থেকে প্রায় দেড় হাজার অধিবাসীকে সরিয়েও নেওয়া হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা বুধবার জানিয়েছে।
মঙ্গলবার রাতে বৃষ্টিতে আকস্মিকভাবে পানি বেড়ে রাস্তায় ঢুকে গেলে কেউ কেউ গাড়ির ভেতরে থাকা অবস্থায় আটকা পড়ে আবার কেউ কেউ রাস্তায় হাঁটার সময় পানিতে তলিয়ে যায়। এ সময় বিদ্যুতের কারণে পানিও বিদ্যুতায়িত হয়ে গেলে অনেকে মারা যান বলে প্রাদেশিক গভর্নর ড্যানিয়েল স্কিওলি সাংবাদিকদের জানিয়েছেন।
একই কারণে বুয়েন্স আইরিশে ৫ জনের মৃত্যু হয়েছে।
ল্য প্লাতার একজন অধিবাসী ব্রুনো জরজিত জানান, ‘শহরের শিশুসহ বিভিন্ন পরিবার তাদের বাড়ির ছাদে ভেজা অবস্থায় রাত কাটিয়েছে। এটি ছিল একটি ধ্বংসযজ্ঞ।’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র ২ ঘণ্টায় ৩শ’ থেকে ৪শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে আকস্মিক বন্যার কারণে ল্য প্লাতার আশপাশের নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ ল্য প্লাতার কাছাকাছিই বড় হয়েছেন। তিনি বন্যা উপদ্রুত অঞ্চল পরিদর্শন করেছেন এবং আরো পুলিশ পাঠানোর অঙ্গীকার করেছেন। তিনি সেখানকার অধিবাসীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তাদের ফেলে যাওয়া ঘরবাড়িতে যেন কোনো লুটতরাজ না হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।