আরটিভি লুক@মি বৈশাখী ফ্যাশন উৎসব-১৪২০

বিনোদন ডেস্ক : আরটিভি আয়োজন করেছে ‘আরটিভি লুক@মি বৈশাখী ফ্যাশন উৎসব-১৪২০’। আগামী ৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০মিনিটে থেকে ‘আরটিভি’র বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও, তেজগাঁও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত থাকবেন আরটিভির চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও আরটিভির উর্ধ্বতন কর্মকর্তাসহ বরেন্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন রিজিয়া পারভীন, রিংকু ও পরশী। লোকনৃত্যে কবিরম্নল ইসলাম রতন ও তার দল এবং মনিপুরী নৃত্যে তামান্না রহমান ও তার দল। বিশেষ পরিবেশনায় থাকবে দেশীয় স্বনামধন্য পাঁচটি ফ্যাশন হাউজের মনোমুগ্ধকর বৈশাখের বিভিন্ন পোশাকের ক্যাটওয়াক। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার ইসলাম।