কমলগঞ্জে পথকলি ট্রাস্টের উদ্যোগে গৃহহীন পরিবারকে গৃহ প্রদান
কমলঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পথকলি ট্রাস্টের আর্থিক সহযোগিতায় একটি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় শমশেরনগর ইউনিয়নের দড়্গিণ সতিঝির গ্রাম এলাকায় আনুষ্ঠানিকভাবে গৃহ প্রদান করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান। পথকলি ট্রাস্টের সভাপতি লন্ডন প্রবাসী মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক স্থানীয় ইউপি সদস্য হাফিজুল হক চৌধুরী স্বপনের উপস্থাপনায় গৃহ প্রদান উপলড়্গে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের (কুলাউড়া ও কমলগঞ্জ একাংশের) সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান। বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, লন্ডন প্রবাসী শাহাব উদ্দিন, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুরম্নদ আলী, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, নুরম্নল মোহাইমিন মিল্টন, ইউপি সদস্য জিতু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আলী আব্বাস খান বলেন, সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে লন্ডন প্রবাসী মুজিবুর রহমান চৌধুরীর মতো এভাবে প্রবাসীমহল এবং দেশের সচেতন বিত্তবান লোকদের এগিয়ে আসা উচিত। বাংলাদেশে অনেক ভূমিহীন ও নিঃস্ব মানুষ রয়েছে। তাদের কল্যাণে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ গুচ্ছগ্রামসহ বিভিন্ন পদড়্গেপ গ্রহণ করেছেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি দড়্গিণ সতিঝির গ্রামের ভূমিহীন শফিকুর রহমানকে পাকা দেয়ালের তৈরি টিনসেড ঘর আনুষ্ঠানিকভাবে হসত্মানত্মর করেন।
পথকলি ট্রাস্টের সাধারণ সম্পাদক স্থানীয় ইউপি সদস্য হাফিজুল হক চৌধুরী জানান, লন্ডন প্রবাসী মুজিবুর রহমানের উদ্যোগে পথকলি ট্রাস্ট গঠনের পর তার শিড়্গা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এবারে দুই দশমিক সাত শতক ভূমি ক্রয় করে তিনটি গৃহ নির্মাণ করা হচ্ছে এবং তিনটি গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে শফিকুর রহমানকে আনুষ্ঠানিকভাবে একটি পাকা টিনসেড ঘর প্রদান করা হয়েছে।