বড়লেখায় ভ্যাট পরিশোধ না করায় ইট বহনকারী ট্রাক আটক
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল, ২০১৩ ১০:০৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০০ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ইটভাটার মালিক ভ্যাট পরিশোধ না করায় বৃহস্পতিবার দুপুরে ইট বহনকারী একটি ট্রাকসহ অন্যান্য মালামাল আটক করে থানায় হসত্মানত্মর করেছেন জেলা সহকারী রাজস্ব কর্মকর্তা। সংশিস্নষ্ট সূত্র জানায়, বড়লেখা উপজেলার দড়্গিণভাগে অবস্থিত গাংকুল ব্রিক্স’র মালিক নিজাম উদ্দিন চলতি অর্থবছরের মৌসুমী ইটভাটার প্রথম কিসিত্মর ভ্যাটের টাকা পরিশোধ করেননি। মৌলভীবাজার জেলার সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ, ভ্যাট কর্মকর্তার নির্দেশে জেলা আবগারী ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা এবিএম রেজাউল হক বৃহস্পতিবার বিকেল আড়াইটায় ইটভাটা থেকে ১৫০০ ইট ও ১০ বসত্মা সিমেন্ট বহনকারী ট্রাক (সিলেট-ড-১১১৬৪০) আটক করেন। পরে থানা পুলিশের কাছে হসত্মানত্মর করা হয়।