মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল, ২০১৩ ১০:০৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৬১৪ বার পঠিত
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে হত্যা মামলায় বৃহস্পতিবার একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আদালত সূত্র জানায়, ২০০৮ সালে কুলাউড়া উপজেলার শংকরপুর গ্রামে জমি সংক্রানত্ম বিরোধের জের ধরে দুর্লভী বেগমকে (৩৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করে একই গ্রামের রম্নসত্মম মিয়ার ছেলে নজির মিয়া (৩৪)। এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুর রশীদ দীর্ঘ শুনানি শেষে ১১ জনকে বেকসুর খালাস দিয়ে নজির মিয়া প্রকাশ বিলস্নালকে যাবজ্জীবন কারাদ-, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেন।