কমলগঞ্জের লাউয়াছড়ায় প্রকৃতি প্রেমীদের জন্য নতুন মাত্রা

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় প্রকৃতি প্রেমীদের জন্য প্রকৃতি সহ-ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য মো: আব্দুস শহীদ এমপি ও ইউএসএআইডি’র ডেপুটি মিশন ডিরেক্টর পল স্যাবাটাইন।
জানা যায়, আইপ্যাক (সংরতি সহ-ব্যবস্থাপনা কমিটি) ও ইউএসএআইডি’র অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে পর্যটক ও প্রকৃতি প্রেমীদের জন্য প্রকৃতি সহ-ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র স্থাপন করা হয়। ফলে পর্যটক ও প্রকৃতি প্রেমীরা এখান থেকে লাউয়াছড়া উদ্যানের বন্যপ্রাণী ও প্রকৃতি সম্পর্কে তথ্য জানতে পারবে। লাউয়াছড়া জাতীয় উদ্যান কো-ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সভাপতিত্বে প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য মো: আব্দুস শহীদ এমপি, ইউএসএআইডি’র ডেপুটি মিশন ডিরেক্টর পল স্যাবাটাইন, প্রধান বন সংরক মোহাম্মদ ইউনুস আলী, ইউএসএআইডির ইকোনমিক গ্রোথ অফিসের ডিরেক্টর রোমানা ইল হামজাওই, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। আলোচনা সভা শেষে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে জানকী ছড়ায় নির্মিত “কো-ম্যানেজ্ড নেচার ইন্টার প্রিটেশন সেন্টার”এর ফলক উম্মোচন করা হয়।