চিফ হুইপের নাম না থাকায় ব্যানার খুলে সভা!

সংবাদদাতা : মৌলভীবাজার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বাইক্কা বিল অভয়াশ্রমে প্রকৃতি অনুধাবন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৪ এপ্রিল বৃহস্পতিবার লাউয়াছড়া সংরতি বনাঞ্চলের জানকি ছড়ায় অনুধাবন কেন্দ্রের উদ্ভোধন শেষে অলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএসআইডির মিশন উপ-পরিচালক পল স্যাবাটিন, চিপ হুইপ ঊপাধ্য আব্দুস শহীদ এমপি, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল প্রমুখ। চিফ হুইপের নাম না থাকায় ব্যানার খুলে আলোচনা সভা করতে বাধ্য হয় ইউএসআইডি। পরে তিনি বিকেলে বাইক্কা বিল অভয়াশ্রমে এলাকায় অপর একটি প্রকৃতি অনুধাবন কেন্দ্রের উদ্বোধন করেন। পরিবেশ বান্ধব দুটি কেন্দ্র চালুর ফলে উদ্ভিদ ও জীববৈচিত্র্য সম্বন্ধে তথ্য পাওয়া যাবে। এ ছাড়া দর্শনার্থীদের দ্বায়িত্বশীল হতে উৎসাহিত করবে। কেন্দ্র দুটি পরিচালনায় সহযোগিতা করছে দেশ ও বিদেশের ১২টি বেসরকারী প্রতিষ্ঠান।