মৌলভীবাজারে শিকের হাতে শিক্ষা অফিসার লাঞ্চিত
মৌলভীবাজার সংবাদদাতা : এক শিক কর্তৃক মৌলভীবাজার সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার ঘটনায় শিক্ষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ৩ এপ্রিল বুধবার রাতে শহরের পশ্চিমবাজার এলাকায় শিা কর্মকর্তা লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ও অপরাধী শিকের সমুচিত শাস্তির দাবিতে গতকাল ৪ এপ্রিল বৃহস্পতিববার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষ অফিসারের কার্যালয়ে অর্ধশতাধিক শিক মিটিং করেছেন বলে জানা গেছে। জানা যায়, ব্যবস্থাপনা কমিটি, প্রধান শিককের একাধিক অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী বিদ্যালয়ের সহকারী শিক আব্দুন নূরকে সম্প্রতি কাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। বদলী হওয়ার পরও তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে প্রভাব খাটিয়ে গোবিন্দশ্রী স্কুলে কাশ করতে গেলে প্রধান শিক শাহীন আরা তাকে বাঁধা দেন। এ বিষয়টি তিনি লিখিতভাবে সহকারি উপজেলা শিক্ষ অফিসারকে জানান। অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেলে জেলা প্রাথমিক শিক্ষ অফিসারের কাছে তিনি একটি প্রতিবেদন দেন। প্রতিবেদন বিরুদ্ধে যাওয়ায় প্তি হয়ে শিক আব্দুন নূর বুধবার রাত ৮টার দিকে সহকারী শিক্ষ অফিসার মোহাম্মদ আলীর উপর শহরের পশ্চিমবাজারে হামলা চালান। জেলা প্রাথমিক শিক্ষ অফিসার পঞ্চানন বালা জানান, বেশ কিছু দিন ধরে সহকারী শিক আব্দুন নূর চাকুরী বিধি লংঘন করার অভিযোগ ও শিক্ষ কর্মকর্তা এবং পিটিআইয়ের প্রশিককে লাঞ্চিত করার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।