এপেক্স কাব অব মৌলভীবাজারের আবৃত্তি প্রতিযোগিতা
সঙবাদদাতা : এপেক্স কাব অব মৌলভীবাজারের আয়োজনে গত ২৯ মার্চ বিকাল ৪টায় রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস আবৃত্তি প্রতিযোগিতা। এতে অংশগ্রহন করেছিলো প্রায় দেড় শতাধিক নবীন শিশুকিশোর আবৃত্তিকার। প্রতিযোগিতাটির অন্যতম বিচারক হিসেবে ছিলেন জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহীম খলিল, বিচার কাজে সহযোগিতায় আরো যারা ছিলেন তারা হলেন এপেঃ সামাদ আজাদ চঞ্চল, এপেঃ তকলিফুল ইসলাম, মোঃ আহাদ, হারুন উর রশীদ, শামছুল আলম সজীব। পাঁচটি বিভাগে মোট তিন জন করে মোট ১৫ জন বিজয়ীকে খুজে বের করা হয়। পরবর্তীতে এপে শাহীন আহমদের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেন এপেক্স কাব অব মৌলভীবাজার এর ২০১৩ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ শহীদুল ইসলাম তনয়, আইপিপি এপেঃ এএফএম ফৌজি চৌধুরী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আব্দুস সালাম, গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক রঞ্জন চন্দ, জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহীম খলিল। অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী শিশু কিশোরদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।