কুলাউড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের চেক বিতরণ
কুলাউড়া সংবাদদাতা : কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও বিআরডিবি আয়োজনে গত ৩ এপ্রিল বুধবার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ুদ্রঋনের চেক বিতরন অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানারা পারভিন এর পরিচালনায় ুদ্রঋনের চেক বিতরন অনুষ্টানে প্রধান অতিথির নওয়াব আলী আব্বাছ খাঁন এমপি বলেছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প বর্তমান মহাজোট সরকারের একটি দৃষ্টান্তমুলক প্রদপে। সরকার সুবিধাভোগীদের মধ্যে ুদ্রঋনের চেক বিতরন করে তাদেরকে এ প্রকল্পের মাধ্যমে সাবলম্বী করে তুলছে। তিনি বলেন কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যক্রম আরো জোরদার করতে হবে ও সাধারন মানুষকে সমিতির সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করে বর্তমান সরকারের ডিজিটাল সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দ্লু মতিন, সহকারী কমিশনার (ভুমি) হাসিনা ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান খয়রুল আলম সুন্দর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন পাল চৌধুরী, কুলাউড়া প্রেসকাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, প্রেসকাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত। সমিতির সভাপতি ও ম্যানেজারের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাসুক আহমদ, আব্দুর রহিম চৌধুরী ও নাজমা বেগম প্রমুখ। সভায় একটি বাড়ি একটি খামার এর কুলাউড়া উপজেলা সমন্বয়কারী মোঃ হিরন মিয়ার সার্বিক সহযোগিতায় প্রধান অতিথিবৃন্দ উপকারভোগীদের মধ্যে ুদ্র ঋনের চেক বিতরন করেন। উল্লেখ্য, একটি বাড়ি একটি খামার প্রকল্পে কাদিপুর ইউনিয়নের হোসেনপর গ্রাম উন্নয়ন দল ১৮ সদস্যের মধ্যে ১ লাখ ৮০ হাজার, টিলাগাও ইউনিয়নের তাজপুর গ্রাম উন্নয়ন দল ১৮ সদস্যের মধ্যে ১ লাখ ২৬ হাজার ও পৃথিমপাশা ইউনিয়নের কানিকিয়ারী গ্রাম উন্নয়ন দল ৩৪ সদস্যের মধ্যে ২ লাখ ৪ হাজারসহ মোট ৫ লাখ ১০ হাজার টাকা বিতরন করা হয়।