কুলাউড়ায় বাংলা নববর্ষ পালনে প্রশাসনের প্রস্তুতি সভা
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২০ যথাযথ মর্যাদায় বর্ষবরণ উদযাপনের লক্ষে গত ৩ এপ্রিল বুধবার পরিষদ সভাকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উক্ত দিবস পালনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে পৌরসভার ভেতরে সকল শিক্ষ প্রতিষ্টানের শিক ছাত্র-ছাত্রী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক, পেশাজীবি নেতৃবন্দের অংশগ্রগনে এক বর্ণাঢ্য শুভাযাত্রা কুলাউড়া উপজেলা পরিষদের সম্মুখ থেকে শুরু করে শহর প্রদণি করে কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গনের ঐতিহাসিক শিরিষ তলায় মিলিত হয়ে সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্টিত হবে। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, সহকারী কমিশনার (ভুমি) হাসিনা ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা শিা কর্মকর্তা শরীফ-উল ইসলাম, মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ আনোয়ার, সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, কুলাউড়া প্রেসকাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, প্রেসকাব এর সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাধেশ্যাম রায় চন্দন, কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাক চৌধুরী ইমরান, হাজীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ মিয়া, রাউৎগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক গৌরা ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার, এনজি সংস্থা ওয়াফ এর নির্বাহী পরিচালক আব্দুল মালিক, কুল্উাড়ার সংলাপ পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুল হক লিটু, স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দস, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার তারেক হাসান, টাউন কাবের আব্দুল জলিল ও জাকি, ইলেভেন স্টারের রানা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।