বৃটেনের নিউপোর্ট আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালিত

বৃটেন প্রতিনিধি : বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বৃটেনের নিউপোর্ট আওয়ামীলীগও যুবলীগের উদ্যোগে ৪ এপ্রিল কূহিনূর রেস্টুরেন্টে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি কমিউনিটি লিডার শেখ মো: তাহির উল্লাহর সভাপতি ও নিউপোর্ট যুবলীগের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা ফখরুল ইসালের পরিচালানায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য- ওয়েলস আওয়ামীলীগ লিডার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা মো: আব্দুল মালিক।
আলোচনা সমাবেশে বক্তব্য রাখেন নিউপোর্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান, প্রজন্ম ৭১’ এর সভাপতি বেলায়েত হোসের খাঁন, নিউপোর্ট যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুহিব, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাফ, তাজপুর কলেজের সাবেক ভিপি সেলিম আহমদ, সাবেক ছাত্রনেতা শাহ মো: শফি কাদির, জিনু মিয়া, মনসুর মিয়া, আবুল কালাম মুমিন, নোমান চৌধুরী, রকিবুর রহমান, এম এ রউফ, বাহা উদ্দিন পাপলু, আনহার মিয়া, রুহুল আমীন, শেখ আনোয়ার, মোসাদ্দেক মিয়া, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন প্রমুখ।
সভার শুরুতে বাঙ্গাঁলী জাতীর জন বাঙ্গঁবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনহার মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জাস্টিম ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার-ওয়েলস আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি কমিউনিটি লিডার মনসুর আহমদ মকিস মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোকপাত করে বলেন- বাংলাদেশের প্রতিটি দূর্ভোগে প্রবাসী বাঙ্গাঁলীদের অবদান সর্বমহলে স্বীকৃত। তিনি গণজাগরণের নব প্রজন্মদের মুক্তিযুদ্ধেরচেতনায় উজ্জীবিত হয়ে সারা বিশ্বে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাতে সমর্থন জানিয়ে বলেন এ যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে।
সভাপতির বক্তব্যে নিউপোর্ট আওয়ামীলীগ সভাপতি শেখ মো: তাহির উল্লাহ বলেন- সেদিন আর বেশী দূরে নয়. জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তা সমগ্র জাতীর প্রাণের দাবী।