কমলগঞ্জে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে এসএমসি সভাপতি হাজী মো: আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: সাবির আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: কাইয়ুম উদ্দিন, এসএমসি সদস্য হাজী মো: জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফুল মোহন সিংহের পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশে মা’দের পক্ষে বক্তব্য রাখেন প্রণতী বিশ্বাস, মিনারুন আক্তার মিনারা প্রমুখ। মা সমাবেশে স্কুলের ফলাফল শুনানো হয়। অনুষ্ঠানে পাঁচ শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আপ্যায়িত করা হয়।