জামায়াত-শিবিরের কাঁধে ভর করে বিএনপি নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে -বড়লেখায় প্রতিবাদ সভায় চীফ হুইপ

মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেছেন, বিএনপিকে সাথে নিয়ে সারা দেশে জামায়াত-শিবির ধংসাত্মক কর্মকা- চালাচ্ছে। বিশৃঙলা সৃষ্টি ও নৈরাজ্যের কারণে দেশের মানুষ শান্তিতে থাকতে পারছে না। মানুষকে জিম্মী করে মতায় যাওয়া যায় না। এ দেশের মানুষ তা কখনো হতে দেবে না। যুদ্ধাপরাধীদের বিচার যেভাবে শুরু হয়েছে ঠিক সেভাবেই বিচার কার্য সম্পন্নও করা হবে। বিচারকার্যকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যুদ্ধাপরাধীদের কেউ রাও করতে পারবে না।
তিনি গত শুক্রবার ৮টায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জামায়াত-শিবিরের হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চীফ হুইপ আরও বলেন, ইসলামের নামে জামায়াত-শিবির দেশের মানুষকে ধোকা দিচ্ছে। এদের কাছ থেকে সজাগ থাকতে হবে। তারা পুলিশের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। পুলিশকে পিটিয়ে আহত করছে এমনকি হত্যা করতেও দ্বিধাবোধ করছে না। তাই এখন সময় এসেছে এদের কঠোর হাতে দমন করার। জনতার প্রতিরোধের মুখে এদের পাকিস্তানে ফিরে যেতে বাধ্য করা হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে চীফ হুইপ বলেন, জামায়াত-শিবিরের কাঁধে ভর করে বিএনপি নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তা সম্ভব হবে না। দণিভাগে গত ২৮ ফেব্রম্নয়ারি জামায়াত-শিবিরের ক্যাডাররা আওয়ামীলীগ সমর্থিত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বড়লেখার দণিভাগ আওয়ামীলীগের ঘাঁটি। শেখ হাসিনারও ঘাঁটি। এই এলাকায় অনেক বড়ো বড়ো নেতারা এসেছেন। তাই জামায়াত-শিবির পাল্টা এহেন কর্মকা- চালালে বরদাশত করা হবে না। প্রধান অতিথি যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকার জন্য সবাইকে আহবান জানান।
শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া সভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন লতার সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ সভাপতি সামছুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন, মৌলভীভাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন মাস্টার, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম মাস্টার, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্য একেএম হেলাল উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, দণিভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের শিা বিষয়স সম্পাদক ইমান উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সুন্দর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সম্পাদক রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম, সুজানগর ইউপি আওয়ামীলীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আজির উদ্দিন, দণিভাগ ইউপি আওয়ামীলীগের সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, ইউপি যুবলীগের সম্পাদক মুজিবুর রহমান জয়নাল, ওয়ার্ড যুবলীগ নেতা সুহেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা আবেদ খান।