রবিবার ১৪ দলের বিক্ষোভ-সমাবেশ

বিএনপি-জামায়াতের চলমান কর্মকান্ডের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৭ এপ্রিল রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দল দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, বগুড়া, নাটোর, দিনাজপুর, রংপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিসমপ্রতি বিএনপি, জামায়াত-শিবির সন্ত্রাসীদের বর্বরোচিত, নিষ্ঠুর আক্রমণে হতাহতের ঘটনা ও অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, ধ্বংসাত্মক, গণতন্ত্রবিরোধী কার্যকলাপের প্রতিবাদে রবিবার ঢাকা মহানগরসহ দেশের সকল জেলা এবং উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।
ঢাকা মহানগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের পূর্বপ্রান্তে, মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও ডেমরার মৃধা বাড়ি মাঠে ৩টি পৃথক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, রাজশাহী মহানগর ১৪ দল আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপস্থিত থাকার কথা থাকলেও পরিবর্তিত প্রেক্ষাপটে স্থানীয় ১৪ দলকে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।