বিদেশে সরকারিভাবে নারী কর্মী পাঠানোর নিবন্ধন শুরু

হংকং, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরকারিভাবে নারী গৃহকর্মী নিয়োগের জন্য অনলাইনে নিবন্ধন শুরু হয়ে সকাল থেকে। রবিবার সকাল থেকে প্রথম ধাপে রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগে নিবন্ধন শুরু হয়েছে। এই ৩ বিভাগে নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৫টা পর্যন্ত এই নিবন্ধন চলবে।
বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী নিয়োগ করতে হংকংয়ের প্রতিনিধিদের সঙ্গে এরই মধ্যে সমঝোতা স্মারক সই করেছে সরকার। একইভাবে বাংলাদেশী গৃহকর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে থাইল্যন্ড ও সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।
সিডিউল অনুসারে খুলনা ও চট্টগ্রামে ১২ থেকে ১৬ এপ্রিল এবং ঢাকা ও বরিশালে ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৫টা পর্যন্ত এই নিবন্ধন চলবে।
এবারের নারী কর্মী নিবন্ধনে ৪ হাজার ৫২৯ উপজেলা তথ্যকেন্দ্রের সঙ্গে ১১ সিটি করপোরেশনের নগর তথ্যকেন্দ্রেও চলবে নিবন্ধন। এরই সঙ্গে সারাদেশের ৪২টি জেলা জনশক্তি কর্মসংস্থান কেন্দ্রেও নিবন্ধিত হওয়া যাবে।
নিবন্ধনের মাধ্যমে ডাটাবেজ তৈরি করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। নিবন্ধিত ডাটাবেজ থেকে আগ্রহী কর্মীদের শিক্ষাগত ও কারিগরী দক্ষতার ভিত্তিতে নারীকর্মী নির্বাচন করবে সরকার।