মিলানের ভারেজ প্রভিন্চের গালারাতে কমিউনিটির সাথে মেয়র এর মতবিনিময়

মিলান থেকে সংবাদদাতা : ইতালির মিলানের ভারেজ প্রভিন্চের গালারাতে বিভিন্ন দেশের কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে স্তানীয় গালারাতে মেয়র (সিন্ধাগু) এর মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ৫ এপ্রিল শনিবার রাত ৯ টায় গালারাতে কমিউনি হলরুমে অনুষ্টিত সভায় মেয়রের পক্ষে উপস্তিত থেখে স্বাগত বক্তৈব্য রাখেন গালারাতে মেয়রের কালচারাল সচিব মারগারিতা ও স্যোসাল সচিব সিনচিয়া কলম্বো.
মতবিনিময় সভায় মেয়রের পক্ষে স্বাগত বক্তব্যের পর গালারাতে বসবাসরত বিভিন্ন দেশের কমিউনিটির শীর্ষস্তানীয় নেতৃবৃন্দ তাদের সমস্যা গুলো তুলে ধরেন.
ইতালির অর্থনৈতিক মন্দা, কমিউনিটিতে অভিবাসীদের কাজের প্রভাব, কমিউনিটির সাথে প্রশাসনের ইউনিটি কার্জকর্ম বাড়ানো, অভিবাসীদের ইমিগ্রেশন সমস্যা উল্লেখযোগ্য.এছাড়া বাংলাদেশীদের ইতালিতে ঠিকানা ও বাসার সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যা তুলে দরে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ একটি আবেদন পত্র জমা দেন মেয়রের কাছে.
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গালারাতে বাংলাদেশ সমিতির সভাপতি কমিউনিটি নেতা নুর মো মালেখ,আকলিকলক এর সভাপতি ফ্রাঙ্ক, আউজার এর সভাপতি কার্লো, সেনেগালের সভাপতি শেখ মনসুর, মরক্কোর সভাপতি আমিত কাত্তাউই,সোমা লিয়ার সভাপতি মারিয়াস, পাকিস্তানের সভাপতি মো জাফর। উপস্তিত ছিলেন ভারত, শ্রীলংকা, দোমেনিকা, আলবেনিয়া, ইজিপশিয়ান সহ অনান্য দেশের কমিউনিটি নেতৃবৃন্দ.
কমিউনিটির নেতৃবৃন্দর সমস্যা গুলো শুনেন এবং লিখে রাখেন পরবর্তিতে এই সমস্যাগুলো মেয়রের সাথে আলাপ করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার চেষ্টা করবেন বলে জানান মেয়রের সচিবরা.
সভায় বাংলাদেশী কমিউনিটির উপস্তিত ছিলেন কবির হুসেন মৃধা,সিরাজুল ইসলাম,হাওলাদার সেলিম,টিপু ফরায়জী,মশিউর রহমান মামুন,দীপক চন্দ্র পাল, নাসির আহমেদ, শফিক মুল্লা, মাহবুব আলম সেলিম প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ২ বছর ধরে সমস্যাগুলো আলোচনার পরে এই মতবিনিময় সভার আয়োজন করে গালারাতের মেয়র।