জনশক্তি রফতানি বন্ধের ঘোষণা বায়রার
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল, ২০১৩ ৭:৩২ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৮ বার পঠিত

আগামী ৮এপ্রিল সোমবার থেকে জনশক্তি রফতানি সংক্রান্ত সবধরনের সেবা দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। জনশক্তি রপ্তানিতে সরকার বেসরকারি খাতকে উপেক্ষা করছে অভিযোগ তুলে কাজ বন্ধের ঘোষণা দেয়
রবিবার সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের এই কর্মসূচি ঘোষণা করেন বায়রা সভাপতি শাহজালাল মজুমদার।
বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে তিনি জানান।