কমলগঞ্জে মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার পালের মৃত্যুতে শোক সভা
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার পালের মৃত্যুতে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় র্সা্বজনীন দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পরিষদ সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মধূসূদন পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিহির কান্তি দেব (মিন্টু)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথ, অশোক বিজয় দেব কাজল, ধীরেন্দ্র কুমার মালাকার, কমলগঞ্জ কেন্দ্রীয় র্সা্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি জ্ঞানেন্দ্র কুমার দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, তপন কুমার দাশ, রতন বর্ম্মা, নিরঞ্জিত দেব, সিপ্রাংশু পাল মণি, শ্যামল পুরকায়স্থ, বীরেন্দ্র কুমার দেব, সুশেন কুমার সিংহ প্রমুখ। সভার শুরুতে সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার পালের বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা প্রয়াত রঞ্জিত কুমার পালের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তার মৃত্যুতে পূজা উদযাপন পরিষদের যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।