কমলগঞ্জে নবাগত ইউএনও’কে ভানুগাছ পৌর বণিক সমিতির সংবর্ধনা
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সংবর্ধনা প্রদান করেছে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতি। গত ৫ এপ্রিল শুক্রবার রাত ৮টায় ভানুগাছ বাজারস্থ পৌর বণিক সমিতির কার্যালয়ে সমিতির সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ (মামুন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমসেদ, কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ, উপজেলা সমাজসেবা অফিসার সরজিৎ কুমার পাল, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আনোয়ার হোসেন, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আছলম ইকবাল মিলন, যুগ্ম সম্পাদক মোঃ ছিদ্দেক আলী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান। পৌর কাউন্সিলর আশরাফুল হক বদরুলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী প্রণয় দত্ত, আনহার আলী প্রমুখ। অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া ও উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব পালনে ব্যবসায়ী সহ সকলকে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।