শ্রীমঙ্গলের সাংবাদিক গোপাল দেব চৌধুরী ও ইসমাইল মাহমুদ সহ ৪ জনের বিরুদ্ধে মানহানী মামলা

শ্রীমঙ্গল প্রতিনিধি : ২০১২ সালের ৬ নভেম্বর শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকায় ‘মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানী, অভিযোগ দায়ের ॥ বিচারের নামে প্রহসন, বখাটে পলাতক’ সংবাদের প্রেক্ষিতে ওই পত্রিকার সম্পাদক শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী ও সংশ্লিষ্ট প্রতিবেদক বর্তমানে সাপ্তাহিক শ্রীভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক ইসমাইল মাহমুদ সহ চার জনের বিরম্নদ্ধে মৌলভীবাজারের যুগ্ম জেলা জজ ২য় আদালতে মানহানীর মামলা দায়ের করেছেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জনৈক মোহন লাল ধরের পুত্র টিপন ধর। বিজ্ঞ আদালত বিবাদীদের আগামী ২৬ মে আদালতে হাজির হবার সমন জারী করেন। মামলার আরজিতে টিপন ধর উলেস্নখ করেন বাদীর বিরুদ্ধে ২০১২ সালের ৬ নভেম্বর সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে তিনি জানতে পারেন উলেস্নখিত মানহানী মামলার ১ নং বিবাদী তার এলাকার ভানু দত্ত’র কন্যা জয়শ্রী দত্ত (মিংকী) বাদির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া শ্রীমঙ্গল থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন। কিন্তু বাদির ভাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এর কোন তথ্য পাননি। চলতি বছরের ১০ জানুয়ারি বাদি টিপন ধর এ ব্যাপারে চায়ের দেশ বরাবরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করেন। তার প্রতিবাদটি ১৩ জানুয়ারি প্রকাশিত হয়। কিন্তু মানহানী মামলার ৩নং বিবাদী ইসমাইল মাহমুদ ও ৪নং বিবাদী গোপাল দেব চৌধুরী সাংবাদিকতার রীতিনীতি উপক্ষে করে আবারও তাহাদের বক্তব্যের নামে মিথ্যা খবর ছাপিয়ে বাদীর মানহানী ঘটাইয়াছেন। এ ব্যাপারে তিনি তার মানহানীর জন্য ৩ লক্ষ টাকা, শারীরিক ও মানসিক কষ্ট বাবদ ১ লক্ষ টাকা এবং কার্যের ক্ষতি বাবদ ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে মর্মে মানহানী মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালতে মামলার ১নং বিবাদী জয়শ্রী দত্ত, ২নং বিবাদী তার পিতা ভানু দত্ত, ৩নং বিবাদী সাংবাদিক ইসমাইল মাহমুদ ও ৪নং বিবাদী সাংবাদিক গোপাল চৌধুরীকে আগামী ২৬ মে আদালতে হাজির হবার সমন জারী করেন।