১ নং ওয়ার্ডে বিদেশে গমনেচ্ছুক মহিলাদের রেজিষ্ট্রেশনের কাজ শুরু হয়েছে

হংকং সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকারীভাবে গমনেচ্ছুক সিলেট নগরীর নারী কর্মীদের অনলাইনে নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকালে ১ নং ওয়ার্ড কমিশনার কার্যালয়ে নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাউন্সিলর আজিজুল হক মানিক। নিবন্ধন কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ২৫-৪৫ বয়সের নারীদের এই নিবন্ধন করা হবে। যে সব পদে লোক নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে-হাউস কিপার, নার্স, কেয়ারগিভার, গার্মেন্টস, ফুড প্রসেসিং, ক্লিনার, ফিস প্রসেসর, ফ্যাক্টরী কর্মী, রিসিপশনিষ্ট, ফল আহরণকারী, বিক্রয় কর্মী ও কৃষি কর্মী। রেজিষ্ট্রেশন ফি-১০০ টাকা ধার্য করা হয়েছে।
বিদেশে গমনেচ্ছুক নারী কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত হয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান অনুরোধ জানিয়েছেন।