বড়লেখায় লোকমান হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় লোকমান হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামী আব্দুর রশিদ (৪৫) নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৮টায় দক্ষিণভাগস্থ দোহালিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রম্নয়ারি কাঁঠালতলীতে তাওহিদী জনতার ব্যানারে শিবির-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে লোকমান হোসেন নামের ১৪ বছরের এক কিশোর নিহত হয়। এ ঘটনায় এসআই কাওসারম্নজ্জামান বাদী হয়ে জামায়াত-শিবিরের ৩০ জনের নামসহ অজ্ঞাত ৩ হাজার জনকে আসামী করে পুলিশের কাজে বাঁধাদান ও হত্যা মামলা করেন। এ মামলায় সর্বশেষ আব্দুর রশিদসহ এ পর্যনত্ম জামায়াত-শিবিরের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদনত্মকারী কর্মকর্তা।