মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : “রক্তচাপ নিয়ন্ত্রনে যার- নিরাপদ জীবন তার”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় গতকাল ৭ এপ্রিল রোববার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিভিল সার্জন কার্যালয় হতে সকাল ৯টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়। এ উপলক্ষে সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নান, সাবেক উপ-পরিচালক ডাঃ সৈয়দ আক্তার হোসেন, ডাঃ দীনেশ সুত্রধর প্রমুখ। পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।